হাটহাজারীর সাত প্রার্থীর আপিল, এক মনোনয়ন পত্রের বৈধতা

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাতিলকৃত মনোনয়ন পত্রের বৈধতার জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৭জন আপিল করলেও শুনানিতে মোহাম্মদ রাশেদুল ইসলাম নামের এক সাধারণ সদস্য প্রার্থী তার মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পেয়েছেন ।

সোমবার (৮ নভেম্বর) চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কার্যালয়ে বাতিলকৃত মনোনয়ন পত্রের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী। উক্ত শুনানিতে মনোনয়ন পত্র বাতিল হিসেবে বহাল রাখা হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেকান্দর মিয়া, একই ইউনিয়নের সংরক্ষিত আসনের সীমা পারভীন ঝর্ণা, সাধারণ আসন ১নং ওয়ার্ডের মোঃ কাউছার, ২নং ওয়ার্ডের মোঃ শুক্কুর মিয়া। চিকনদন্ডী ইউনিয়নের সংরক্ষিত আসনের উর্মিলা সেন, ছিপাতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ নাসিম উদ্দিন। তবে জেলা শুনানিতে প্রার্থীতা বাতিল হলেও তাদের প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ঠা নভেম্বর উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনের ১০৩ ও সাধারণ সদস্য পদের ৫১৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অভিযোগে চারজন চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।