শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

প্রতিবাদে
বাংলাদেশ মেইল::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা প্রভোস্ট বডির  পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল।
আন্দোলনকারী ১০-১২ জন শিক্ষার্থীকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হন।
শিক্ষার্থীরা বলেন, পরদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবি উপাচার্যকে অবরুদ্ধ করলে উপাচার্যের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর এমন ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই আমরা।এ সময় শাবিপ্রবির চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তারা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি শাবিপ্রবি প্রক্টরিয়াল বডি এবং উপাচার্যের পদত্যাগ দাবি করছি।