শরীফকে চাকরিচ্যুতি: আইনজীবীদের চিঠি গ্রহণ করবেন না আদালত

হাইকোর্টে

বাংলাদেশ মেইল ::

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর দেওয়া চিঠির ওপর শুনানি ও আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছেন হাইকোর্ট।

তবে আদালত রিট আবেদন করার পরামর্শ দিয়েছেন।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের চিঠি খারিজ করে দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক  জানান, দুদকের এই কার্যক্রমে তারা সংক্ষুব্ধ হলে আদালত তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করতে বলেছেন।

গত রোববার মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ আইনজীবী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে দুদকের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেন।