চট্টগ্রামে টিকা গ্রহণের পর যুবকের মৃত্যু

টিকাদান

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামে টিকা গ্রহণের পর এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া যুবকের নাম মো. রুবেল (৩০)।

শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

নিহত ৩০ বছর বয়সী রুবেল নোয়াখালীর সুবর্ণচর এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি নগরীর এনায়েত বাজার বিআরটিসি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি  বলেন, ‘এরকম একটা বিষয় শুনেছি৷ এ বিষয়ে  বিস্তারিত তথ্য  সংগ্রহের কাজ চলছে ম সম্পূর্ণ কাগজপত্র পেলে মৃত্যুর কারণসহ বিস্তারিত জানানো যাবে।’

নিহত রুবেলের বন্ধু সাহাব উদ্দিন জানান,  ‘বেলা বারোটা পাঁচ মিনিটের দিকে আমরা তিনজন একসাথে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে টিকা গ্রহণ করি। এরপর আমরা নিজ দোকানের দিকে গেলেও সে একটি দোকানে চা খাওয়া জন্য ঢুকে। এর কিছুক্ষণ পর ওর ফোন নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে জানায় সে মাথা ঘুরে পড়ে গেছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা টিকেটের জন্য ইমার্জেন্সীতে আধা ঘন্টা বসিয়ে রাখে। পরে ইমার্জেন্সীতেই তার মৃত্যু হয়।’

হাসপাতালের জরুরি বিভাগে টিকেট দিতে দেরী হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ  করেন তার আরেক বন্ধু জামাল উদ্দিন। তিনি  বলেন, ‘আমরা তাদের পায়ে পর্যন্ত ধরছি, যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু তারা ইমার্জেন্সীতে বসায় রাখলো। এক সময় রুবেল চেয়ার থেকে পরে যায়, মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। পরে যখন চিকিৎসা শুরু হয়, আমরা বলছি এখানে না হলে জানান,বাইরে নিয়ে যাব। কিন্তু ডাক্তার কিছু বলে নাই। টিকেটের জন্য মানুষ মারা গেলে কিসের হাসপাতাল এটি?’

নিহত রুবেলের ছোট ভাই সাইফুল ইসলাম  বলেন, ‘তিনি সম্পূর্ণ সুস্থ সবল ছিলেন, তার আগের কোনো অসুখ ছিলো না। হাসপাতালের গাফেলতির করণে আমার ভাই মারা গেছে।’

চমেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নূর মোহাম্মদ  বলেন, ‘সাধারণত কেউ যখন হঠাৎ মারা যায়, তখন এটা দুটি কারণ হয়। একটি হলো কার্ডিয়াক এরেস্ট, অন্যটি মস্তিষ্কে রক্তক্ষরণ। কিন্তু ওনার ক্ষেত্রে কী হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা যখন পেয়েছি তার পালস রেট ডাউন ছিলো। মৃত্যুর কারণ জানতে তো আসলে ময়নাতদন্ত করতে হবে। কিন্তু ময়নাতদন্তের জন্য পরিবারের অনুমতির প্রয়োজন, সেটা তারা দিচ্ছে না।’

/খবর নিউজবাংলা