গাফফার চৌধুরীর মরদেহ আসছে শনিবার, জানাজা ঢাবিতে

মরদেহ
বাংলাদেশ মেইল::

 

প্রখ্যাত  সাংবাদিক আবদুল গাফফার  চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার (২৮ মে) সকাল ১১টায় ঢাকায় পৌঁছাবে। এদিন বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান একুশের অমর সংগীতের রচয়িতা বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী গত ১৯মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সার্বিক তত্ত্বাবধনে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামী ২৮মে শনিবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে বিমানবন্দরে মরহুমের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

সর্বসাধারণের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন, জানাজা ও সমাহিতকরণ নিম্নলিখিত সময়সূচি :

নিবেদন।

বিকাল ৩.৩০টা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ।

বিকাল ৪টা: জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন।

বিকাল সাড়ে ৪টা: মরদেহ নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে যাত্রা।

বিকাল সাড়ে ৫টা: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিতকরণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল গাফফার চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেসক্লাব সার্বিক সহযোগিতা করছে।