নগর স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকর্মীর উপর হামলার অভিযোগ

বাংলাদেশ মেইল ::

দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে নগর স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকর্মী।

এঘটনায় নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সহ সম্পাদক ইকবাল হোসেন, খুলশী থানার আহ্বায়ক রায়হান আলম, সোহাগ গাজী, বিল্লাল হোসেনসহ ৮ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান।

বুধবার রাত নয়টার দিকে জিইসির মোড়ের বাসমতি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আহতদের নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে তাৎক্ষণিক নেতাকর্মীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, হামলার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। উত্তেজনা হয়েছিল, সেটা পরিবেশ দেখে বুঝেছি। পরবর্তিতে কেউ অভিযোগ নিয়ে আসেনি। এখন অভিযোগ নিয়ে আসলে আমরা ব্যবস্থা নিব।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, আমাদের নেতাকর্মীরা বসে নাস্তা করছিল। এমন সময় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তারা সব সময় জিইসির মোড়ে অবস্থান করে জানান তিনি।