আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১১৮

আসামে

বাংলাদেশ মেইল::

বন্যার পানি কমতে থাকলেও দুর্যোগেরবিশ্বে বাড়ছে দুর্যোগ ভয়াবহতা কাটেনি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। আসামে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। গেলো ২৪ ঘণ্টায়ও কমপক্ষে ১০ বাসিন্দার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৮টি জেলায় এখনও পানিবন্দি ৩৩ লাখের বেশি অধিবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা জেলার পৌনে ৯ লাখ মানুষ। ব্রহ্মপুত্রের কিছু পয়েন্টে পানি কমলেও, বিপৎসীমার ওপরে বইছে কপিলি নদীর পানি।