মেট্রোরেলের ভাড়া কিলো প্রতি ৫ ও সর্বনিম্ন ২০ টাকা নির্ধারণ

মেট্রোরেলের

বাংলাদেশ মেইল::

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হবে। তবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মেট্রোরেল সূত্রে জানা গেছে, উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এই অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কমলাপুর পর্যন্ত বাকী অংশের কাজও দ্রুতগতিতে চলছে। প্রথমে মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে তা মতিঝিল ছাড়িয়ে কমলাপুর পর্যন্ত বাড়ানোর কারণে প্রকল্পের কাজ বেড়ে গেছে।