মহসিন কলেজে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন

বাংলাদেশ মেইল::

নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রামের হাজি মুহাম্মদ মহসিন কলেজ ।মঙ্গলবার সকাল থেকে (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠিত হয়েছে কলেজ ক্যাম্পাসে। দিনের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের শিক্ষকরা।

চিত্রাংকন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা লিখন প্রতিযোগিতায় অংশ নেয় হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রানবন্ত নীর্ভিক’  শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বক্তব্য রাখেন সরকারি  হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ  প্রফেসর মোহাম্মদ ইলিয়াস,  গণিত বিভাগের সহকারী অধ্যাপক , শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুবির দাশ। এ সময় আরো বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপ কুমার বডুয়া।

কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক  মুনতাসির মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী  অধ্যাপক, শেখ রাসেলের জন্মদিন উদযাপন পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ ১৫ আগস্টের কালো রাত্রিতে নির্মমতার শিকার হয়েছে শিশু শেখ রাসেল। রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে ইতিহাসের জঘন্যতম নির্মম হত্যাকাণ্ডের শিকার অবুঝ শিশু শেখ রাসেল। ‘

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবী-ইসলামী শিক্ষা  বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ নুরুল্লাহ।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। কিন্তু মাত্র দেড় বছর বয়স থেকেই প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট। তবে সাত বছর বয়সে ১৯৭১ সালে তিনি নিজেই বন্দি হয়ে যান।

বিএম/মহসিন কলেজে