কম্বোডিয়ার ক্যাসিনোতে আগুন, মৃত্যু ১০

বাংলাদেশ মেইল ::

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেলের ক্যাসিনোয় আগুনে পুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে প্রায় ৪০০ লোক ছিল। ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে লোকজনকে হোটেলের ওপরের তলাগুলো থেকে নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

দুই দেশের মধ্যে থাকা অন্যতম সীমান্ত ক্রসিং পোইপেটের ক্যাসিনোগুলো থাই নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ হওয়ায় অনেকেই সীমান্ত পেরিয়ে এ ক্যাসিনোগুলোতে যান।
আগুনের সময় ক্যাসিনোতে অনেক থাই নাগরিকও ছিলেন। পরে তারা সীমান্ত পেরিয়ে নিজ দেশে ঢুকে পড়েন।