ওমরাহ পালনে ৯ হাজার ইলেকট্রিক গাড়ি ব্যবস্থা সৌদি আরবের

বাংলাদেশ মেইল ::

বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের জন্য ৯ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় ওমরাহকারীরা যেন সমস্যার সম্মুখীন না হন, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেট ও অ্যারাবিয়ান বিজনেসের।

মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ২৪ ঘণ্টায় এই ইলেকট্রিক গাড়ির সুবিধা নিতে পারবেন। তানাকল (পরিবহণ) নামে একটি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন। এ ছাড়া অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে।

এ ছাড়া সৌদি কর্তৃপক্ষ মসজিদের কার্যক্রম নিরীক্ষণের জন্য রোবট এবং স্মার্টঅ্যাপের মতো উচ্চপ্রযুক্তির ব্যবহার করছে।