হজ প্যাকেজের দামও বাড়ানো হয়েছে জানালেন ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ মেইল ::
ধর্ম মন্ত্রণালয় হাইকোর্টকে জানিয়েছে, বিমান ভাড়া বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, বাসা ভাড়া ও মোয়াল্লেম ফি বাড়ায় এ বছর হজ প্যাকেজের দামও বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই ব্যাখ্যা দেয় ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হজের প্যাকেজমূল্য এত বেশি কেন এর ব্যাখ্যা দিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ জারি করেন।
হজের প্যাকেজমূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানির সময় আদালত বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়। হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক। একইসঙ্গে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে। পরে আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গত,  সম্প্রতি ঘোষিত হজ প্যাকেজের খরচ কমিয়ে চার লাখ টাকা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক আশরাফ উজ জামান। নোটিশের জবাব না পেয়ে তিনি রিট করেন।