৩ পয়েন্ট পেয়েই খুশি ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক :::

বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারাল ফিলিস্তিন। কুয়েতে বেশ সহজে হারালেও আজ কষ্টার্জিত জয় পেয়েছে ফিলিস্তিন। ইনজুরি সময়ের এক গোলে জিতে বেশ খুশি ফিলিস্তিনের কোচ৷

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিউনিসিয়ান কোচ মারকাম বলেন, ‘কুয়েতে এবং এখানে আমরা ভালো ম্যাচ খেললাম। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ৩ পয়েন্ট পেয়েছি। বাংলাদেশ সম্পর্কে বলব, তারা ভালো দল। পরের ম্যাচে তাদের জন্য শুভকামনা থাকল।’

ম্যাচের একমাত্র জয়সূচক গোলদাতা মিশেল তেরমানিনী বলেন, ‘ম্যাচের সেরা খেলোয়াড় হতে পেরে আমি খুবই খুশি। আমাদের রাইট ব্যক বল বাড়ানোর পর ইসলাম ফ্লিক করলে আমি ভেবেছিলাম, বল দূরের পোস্টে আসবে এবং সেটা এলো। আমি ফিনিশ করলাম।’

বাংলাদেশে ফিলিস্তিনের সমর্থন রয়েছে অনেক। এজন্য বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন ফিলিস্তিন কোচ, ‘ম্যাচের আগের এবং পরে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য বাংলাদেশের মানুষদেরকে ধন্যবাদ জানাতে চাই। এটা খুবই কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে ভিন্ন আবাহওয়ার জন্য।’

ম্যাচ জেতানোর নায়কের দৃষ্টিতেও খেলা কঠিন ছিল আজ, ‘খুবই কঠিন ম্যাচ ছিল। বাংলাদেশ খুবই ভালো দল, তবে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এবং শেষ মুহূর্তে গোল করে দলকে সাহায্য করতে পেরেছি।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে চার ম্যাচ শেষে ফিলিস্তিনের পয়েন্ট ৭। বাংলাদেশের মাত্র ১। অস্ট্রেলিয়া এই গ্রুপের শীর্ষে। এই গ্রুপের আরেক দল লেবানন৷