৯ ঘণ্টায়ও নেভানো যায়নি গজারিয়ার আগুন

নিজস্ব প্রতিবেদক :::

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানার আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার (২৪) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে কারখানা সূত্রে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ৫ ঘণ্টা পর বৃষ্টি নামলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে রাত সোয়া ১০টার দিকেও কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে- কাঠের গুঁড়া ও পাটখড়ি দিয়ে তৈরি সুপার বোর্ডের বড় বড় স্তূপ থাকায় আগুন দীর্ঘস্থায়ী হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ২০১৩ সালে এই কারখানায় আগুন লেগেছিল। তখন আগুন পুরোপুরি নেভাতে পাঁচ দিন সময় লাগে।

এদিকে আগুন নেভাতে গিয়ে একজন আনসার সদস্যসহ ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত অপর ছয়জন ওই কারখানার শ্রমিক। তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।