বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের বিবৃতি
‘ট্রি অব পিস পুরস্কার নিয়ে ইউনূস মিথ্যাচার করেছেন’

নিজস্ব প্রতিবেদক

‘ট্রি অব পিস পুরস্কার নিয়ে ইউনূস মিথ্যাচার করেছেন’
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ‘ট্রি অব পিস’ পুরস্কার দিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি ঠিক নয় বলে দাবি করেছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটি নিয়ন্ত্রক সংস্থা। যা অন্যান্য উন্নয়ন সংস্থা এবং অলাভজনক সংস্থার সঙ্গে উন্নয়ন কার্যক্রমের সমন্বয় করে।

সংস্থাটি বলছে, ড. ইউনূসের পুরস্কারের বিষয়টি প্যারিসের ইউনেস্কো সদরদপ্তর একেবারেই অবহিত নয়। ইউনেস্কোর পুরস্কার নিয়ে নোবেল বিজয়ী ড. ইউনূস পরিকল্পিত মিথ্যাচার ও প্রতারণা করেছেন। তাই ড. মুহাম্মদ ইউনূস ও ইউনূস সেন্টারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।