চট্টগ্রামে বর্ণিল বর্ষবরণ

বাংলাদেশ মেইল :::

নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর এলো বাঙালির জীবনে। আজ পহেলা বৈশাখ,বাংলা ১৪৩১ সনের প্রথম দিন, শুভ নববর্ষ। আজ বাঙালির চিরায়ত উৎসবের দিন। চট্টগ্রামবাসী বর্ণিল উৎসবের মধ্য দিয়ে বাঙালি বরণ করছে পহেলা বৈশাখকে,নতুন আশা-স্বপ্নে যাত্রা করবে নতুন দিনে।

চট্টগ্রামের ডিসিহিল, সিআরবির শীরিষ তলা, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বর্ষবরণের দিনব্যাপী আয়োজনে অংশ নেয় নগরবাসী।

চট্টগ্রাম নগরে প্রতিবছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টায় নগরে বাদশা মিয়া রোড এলাকায় অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। ‘এই বৈশাখে বৈশ্বিক বৈভবে’ স্লোগানে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার চারুকলার সামনে শেষ হয় শোভাযাত্রা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে পলিত হয়েছে পহেলা বৈশাখ। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দিনটিকে রাঙিয়ে তুলেছে। বাদ্যের তালে গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের লোকজ উপকরণ পালকি, পুতুল, রঙিন প্ল্যাকার্ড শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।

নববর্ষ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামালসহ প্রমুখ।

নববর্ষের আনন্দ আয়োজন উপলক্ষ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছুটে এসেছে সর্বস্তরের জনসাধারণ। এসময় জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, চট্টগ্রাম শিশু একাডেমি, ওড়িসী টেগোর অ্যান্ড ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, সংগীত ভবনসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিল্পীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে গানে বরণ করে নেন বাংলা নববর্ষকে। নাচে-গানে জমজমাট ছিল পুরো শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

বাঙালির জীবনে পহেলা বৈশাখের গুরুত্ব অপরিসীম। এই দিনে বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার হযে যায় এই বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।