ফটিকছড়িতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি :::

চট্টগ্রাম ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রবিবার বিকালে দিকে উপজেলার ভূজপুর ইউপির ৬নং ওয়ার্ডের হাবিবনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সৈয়দুল হক (কৃষক) ও তার ছেলে মোহাম্মদ মামুন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ নেজাম ও মোহাম্মদ আজমের বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এ পরিবারগুলো।

ভুক্তভোগী মোহাম্মদ সৈয়দুল হক বলেন, ঘরে যখন আগুন লেগেছে তখন বাসায় শুধু ছোট একটি বাচ্চা এবং বউ ছিল। এরপর আমার বোন ফরিদা চিৎকার দিলে সবাই এগিয়ে আসে। সবাই আসতে আসতে ততোক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৪জন পরিবারের সদস্য নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। ঘুমানো বা বসার ব্যবস্থাও নাই। প্রশাসনসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যেতে যেতে আগুনে ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২০-২৫ কিলোমিটার দূরত্ব। তাই আমাদের লোক আর কাজ করতে পারেনাই।