কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত সোনিয়া গান্ধী

    নির্বাচনে ভরাডুবির পর নিজেদের সামলে ওঠার চেষ্টা করছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। সেই চেষ্টার অংশ হিসেবে ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধীকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত করেছেন দলটির সিনিয়র নেতারা। খবর এনডিটিভির।

    শনিবার সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস সরকারের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় দলের চেয়ার হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন। এতে সম্মতি জানান দলের সংসদ সদস্যরা।এর মাধ্যমে সংসদে কংগ্রেসের দলনেতা নির্বাচনের ভার সোনিয়ার ওপরই বর্তালো।

    গত ৫ বছরে সংসদে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এবারের নির্বাচনে তিনিও পরাজিত হন। তাই নতুন করে সংসদ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে কংগ্রেসকে।

    এদিকে নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের কারণে এবারও সংসদে বিরোধী দল হতে পারছে না কংগ্রেস।২০১৪ সালের নির্বাচনে ৪৪টি আসন পাওয়া প্রাচীন এ দলটি এবার পেয়েছে ৫২ টি আসন। সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে কংগ্রেসের আরো তিনটি আসন দরকার ছিলো।সে হিসেবে দ্বিতীয়বারের মতো বিরোধী দল হতে পারছে না বহুবার ক্ষমতায় থাকা দল কংগ্রেস।

    সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী কংগ্রেসকে ভোট দেওয়া ১২ কোটি ১৩ লাখ ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান মা। নির্বাচনের সময় রাত দিন একাধারে যেভাবে কংগ্রেস সভাপতি মোদি সরকারের বিরুদ্ধে লড়েছেন, রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কথা যেভাবে জনগণের সামনে তুলে ধরেছেন,সেটিকে প্রশংসাযোগ্য বলেই মনে করেন সোনিয়া।

    বিএম/রনী/রাজীব