চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

    কোপা আমেরিকার আগে বড় এক ধাক্কা খেল ব্রাজিল। কাতারের বিপক্ষে জেতা ম্যাচে পাওয়া চোটে দলটির তারকা ফরোয়ার্ড নেইমার ছিটকে গেছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা থেকে।

    কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের সহজ হয় পেয়েছে ব্রাজিল। যদিও জয় ছাপিয়ে সবচেয়ে বড় যে ধাক্কা খেয়েছে ব্রাজিল তা হলো নেইমারের ইনজুরি নিয়র মাঠ ছাড়া।

    কাতারের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন নেইমার। ১৬ মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ২১তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার।

    নিজে নিজেই মাঠ ছাড়তে পারেননি তিনি। দুইজন মিলে তাকে মাঠের বাইরে নিয়ে যায়।

    কিছুদিন আগেই অনুশীলনের সময় পায়ে ব্যাথা পান নেইমার। যদিও কাতারের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিলেন তিনি। কিন্তু আবারও ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

    পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার খবর দেয়।

    এক বিবৃতিতে সিবিএফ জানায়, স্ক্যানের পর দেখা গেছে, নেইমারের গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে।

    “চোট গুরুতর হওয়ায় নেইমার ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নেওয়ার জন্য সময়মতো সেরে উঠতে পারবে না।”

    সিবিএফ জানিয়েছে, নেইমারের জায়গা পূরণের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বসবেন তারা। দক্ষিণ আমেরিকার ১০ দল এবং আমন্ত্রিত জাপান ও কাতারকে নিয়ে আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা।

    বিএম/এমআর