১৫ ওভারে ১০১/০
    দ্রুত গতিতে রান তুলছে ইংল্যান্ড

    বিশ্বকাপে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জ্যাসন রয়ের মারমুখি ব্যাটিংয়ে ঝড়ের গতিতে রান তুলছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে বিনা উইকেটে ১০১ রান। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কার্ডিফের সোফিয়া গার্ডেনে।

    এই ম্যাচে টাইগাররা একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে ইংল্যান্ড একটি পরিবর্তন এনেছে। মঈন আলীকে বসিয়ে তারা লিয়াম প্লানকেটকে একাদশে রেখেছে। এর আগে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। অন্যদিকে, ইংল্যান্ডও এর আগে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে।

    গত দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছিল টাইগাররা। আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফি বিন মর্তুজার দল। সুতরাং, এবারের বিশ্বকাপে যদি বাংলাদেশ ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে টানা তিন বিশ্বকাপে ইংলিশদের হারাবে টাইগাররা।

    বিএম/এমআর