আওয়ামী লীগ কখনো শিকড়চ্যুত হয়নি, উজ্জ্বল হীরকখণ্ডে পরিণত হয়েছে
    সুবিধাভোগী সুসময়ের বসন্তের কোকিলরা দলে ভীড় করছে! -নওফেল

    চট্টগ্রাম মেইল : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগ কেন্দ্র থেকে তৃণমূল স্তর পর্যন্ত অসংখ্য নেতাকর্মীদের আত্মত্যাগ, শ্রম ও নিষ্ঠায় আজ বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

    তাই নানান প্রতিকূল ঝড়-ঝাপটায় আওয়ামী লীগ কখনো শিকড়চ্যুত হয়নি। বরং আঘাতে আঘাতে এই বিশাল গণসংগঠন উজ্জ্বল হীরকখণ্ডে পরিণত হয়েছে।

    তিনি আজ বিকেলে রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আবদুর রহমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগের সুদীর্ঘ ৭০ বছরের ইতিহাসে প্রয়াত আবদুর রহমানের মত নিবেদিত প্রাণ নেতাকর্মীরা দলের শ্রেষ্ঠ সম্পদ। আজ দল পরপর তিন দফায় ক্ষমতায়। তাই সুবিধাভোগী সুসময়ের বসন্তের কোকিলরা ভীড় করছে। এরা দলের জন্য বোঝা। তারা আখের গোছাতে চায়। তাদের কারণেই দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদেরকে অবশ্যই ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

    তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ গণমাধ্যমের খারাপ খবরের শিরোনাম হবেন না। আপামর গণমানুষের সুখ-দুঃখের সাথী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রার সহযাত্রী হোন।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত না হলে দল গণবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে।

    যারা জনগণের সাথে মিশে আছেন তারাই সংগঠনের প্রাণশক্তি। এরা সংকটে-দুর্দিনে পরিত্রাণের ত্রাতা। তাদেরকে নিয়েই আমাদের স্বপ্নযাত্রা। মরহুম আবদুর রহমান আমাদের স্বপ্ন যাত্রার সাথী ছিলেন। তিনি আমাদের মাঝে মৃত্যুর পরও বেঁচে আছেন।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ. রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, আবদুস সালাম, জামশেদুল আলম চৌধুরী, আবদুর রহমান, মাহবুবুল হক সুমন, শওকত হোসেইন, নিলু নাগ, আবদুল সালাম মাসুম, এড. মোরশেদ, নুরুল কবির, আমির আহমদ, শোকসভা পরিচালনা করেন ডা: সজীব তালুকদার প্রমুখ।

    বিএম/রাজীব সেন..