চট্টগ্রাম বোর্ডে পাসের হার দশমিক ৫৪ শতাংশ কম : বেড়েছে জিপিএ ৫

    চট্টগ্রাম মেইল : ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হারের দিক থেকে এবার সামান্য পিছিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে এবার গতবারের তুলনায় দশমিক ৫৪ শতাংশ কমেছে গড় পাসের হারে।

    এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ যা গত বছর ছিলো ৬২.৭৩ শতাংশ। তবে গতবছরের তুলনায় এবছর এক হাজার ২শ ৪৭ জন পরীক্ষার্থী বেশি জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় রয়েছে। গতবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬১৩ জন, যা এ বছর দাড়িয়েছে ২ হাজার ৮শ ৬০ জন।

    বুধবার (১৭ জুলাই) দুপুর ১ টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

    মো. মাহবুব হাসান বলেন, ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯শ ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫শ ২৩ জন।

    তিনি বলেন, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জেনে নিতে পারবেন। ফলাফল প্রকাশ করা হয়েছে।

    বিএম/রাজীব সেন..