শিশুর প্রতি সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে, এসপি চম্পা রানী

    সীতাকুণ্ড প্রতিনিধি : বর্তমান সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা এক মহামারিতে যেন রুপ নিয়েছে। তাই প্রতিদিন কোনো কোনো নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। এসব রোধ করতে হলে প্রথমে সন্তানদের সু-শিক্ষাই শিক্ষিত করে তুলতে হবে। যার যার সন্তানকে সুরুচি ও ভাল শিক্ষা দিতে পারলে সমাজে সব রকম অপরাধ কমে যাবে।

    বৃহস্পতিবার বিকেল ৩টায় সীতাকুণ্ড মডেল থানা আয়োজিত সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত নারীও শিশুর প্রতি সহিংসতা বন্ধের লক্ষে মা সমাবেশে অভিভাবকবৃন্দু তাঁদের বক্তব্যে এসব কথা বলেন।

    তারা আরো বলেন, সমাজে মাদক বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অনেক শিক্ষার্থী বিপদগামী হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা করছে বেশির ভাগই কম লেখাপড়া জানা অজ্ঞ মানুষগুলো।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল পিপিএম শম্পা রানী সাহা।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সীতাকুণ্ড বালিকা স্কুলের সহকারী শিক্ষিকা পারভীন আক্তারের সঞ্চালনায় মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম জাহাঙ্গীর, উক্ত কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ দিদারুল আলম, প্রভাষক শামীমা নার্গিস, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও অভিভাবক জোবেদা ইয়াসমিন,বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী নাফিসা সিদ্দীকা মুনা ও জান্নাতুল নাঈমা।

    এতে উপস্থিত ছিলেন, এসআই মোঃ আতাউল,সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে, আব্দুল মমিনসহ কলেজের অন্যান্য প্রভাষক অভিভাবক ও স্কুল কলেজের শত শত শিক্ষার্থী মা সমাবেশে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা বলেন, পুলিশের পাশাপাশি প্রতিটি এলাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক সেবনের জন্য যুবকরা চুরি ডাকাতি করে থাকে। তাই সবাইকে সংগবদ্ধ হয়ে এক যুগে কাজ করতে হবে।

    কোনো মেয়ে কোনো প্রকার বিপদে পড়লে ৯৯৯ হেল্প লাইনে ফোন করে দ্রুত সহযোগিতা নিতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    বিএম/কেআইডি/আরএস