জমিতে ধান রোপন করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বাবার সাথে জমিতে ধান রোপন করতে গিয়ে হাটু পানিতে ডুবে ৪ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে।

    রবিবার সকাল ১১টার সময় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর পশ্চিম হাইদগাঁও দহন ধরিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আবির (৪)। সে ওই গ্রামের মো. রহিমের ছেলে।

    স্থানীয় মো. কালু জানান, আজ রবিবার সকালে রহিম এবং তার ছেলে আমাদের বাড়ীর পাশে চাষ করার জন্য জমিতে ধান রোপন করতে যায়। এসময় জমির পাশে খেলা করার সময় ছোট একটি গর্তে জমে থাকা হাটু পানির মধ্যে পড়ে যায়।

    কিছুক্ষন পরে ওই গর্তে পানির উপর ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে বাবা এবং প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শিশুটির মৃত্যুতে বাবা মাসহ স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে যায়। শিশুটির মৃত্যুর খবরে বাড়ীতে এলাকার শত শত লোকজন ও আত্বীয় স্বজন তাদের বাড়ীতে এসে জড়ো হয়ে তাদের শান্তনা দেওয়ার চেষ্টা করছে।

    বিএম/সঞ্জয় সেন/রাজীব..