ডেঙ্গু দমনে রাজধানীতে ৫০ হাজার পুলিশ

    এডিস মশার লার্ভা ধ্বংসে এবার পুলিশও কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব লার্ভা ধ্বংসে কাজ করতে ডিএমপির সব ইউনিট থেকে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

    শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    ডিএমপি কমিশনার বলেন, “ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। এডিস মশার লার্ভা ধ্বংসে পুলিশের সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।”

    তিনি বলেন, “সরকার-স্বাস্থ্য বিভাগ একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য নগরীর সবাইকে সচেতন হতে হবে। সকলকে নিজের বাড়ির আঙিনা এবং আশপাশেও পরিষ্কার করতে হবে।”

    বিএম/এমআর