কমলদহ ঝর্নায় পড়ে তরুণের মৃত্যু, মরদেহ উদ্ধার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘন্টা পর মেহেদি হাসান প্রান্ত (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

    বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় ঝর্নার ৩০ ফুট গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদি নাটোর জেলার নাটোর উপজেলার জালালাবাদ গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। তারা চট্টগ্রাম শহরের কর্ণেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় থাকতো। প্রান্ত চট্টগ্রাম নগরীর ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজিতে সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিষ্টারের ছাত্র ছিলেন।

    ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন মেহেদিসহ কয়েকজন তরুণ জেলার হাটহাজারীর চৌধুরী হাট থেকে বেড়াতে যায় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পা পিছলে ঝর্ণায় পড়ে নিখোঁজ হন মেহেদি।

    প্রাথমিকভাবে স্থানীয়রা ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বিভাগীয় স্টেশনের চার সদস্যের একটি ডুবুরি দল ঝরণায় তল্লাশী চালিয়ে দুপুর দেড়টার সময় মেহেদির মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন।

    প্রাথমিক নিয়ম কানুন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    বিএম/রাজীব..