সৈয়দপুর থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাট্য উৎসব

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ থিয়েটার সৈয়দপুর এর প্রতিষ্ঠা বার্ষিকী ও নাট্য উৎসব ২০১৯ এর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    ১৮ আগস্ট রাতে থিয়েটারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এ উৎসবে সৈয়দপুর উপজেলা প্রশাসন এর সহযোগিতায় থিয়েটার সৈয়দপুর এর উপদেষ্টা ও পাক্ষিক আনন্দ আলো’র সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেজানুর রহমান এর রচনা ও পরিচালনায় ‘শেখ মুজিবুর রহমানকে জানো’ শীর্ষক মঞ্চ নাটক উপস্থাপন করা হবে। নাটক টি সৈয়দপুর শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মঞ্চায়ন হবে।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জানানো হয়েছে।

    আগামী ডিসেম্বর ২০১৯ এ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষীকিতে নাট্য উৎসব করা হবে। নাট্য উৎসব এর সম্ভাব্য বাজেট ৫৫ হাজার ধরা হয়।

    সে সাথে নতুন সদস্য নেয়ার বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং পরবর্তী সদস্য পদ দেয়ার ক্ষেত্রে বারংবার চিন্তা ভাবনা করে সদস্য ফর্ম পুরন করার পর সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়। উৎসব এর নাটক নিজেদের হবে বলেও জানানো হয় সভায়।

    বিএম…