দিঘীনালায় গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত

    খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর টহলে হামলা চালিয়েছে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় গোলাগুলিতে ৩ ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

    সোমবার সেনাবাহিনীর সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে।

    এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলছে।

    নিহতরা হলেন- দীঘিনালা ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা তুঙ্গরাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), একই উপজেলার হাসিনসনপুর সুধীর প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাক্সপাড়ার বাসিন্দা ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য।

    খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি ছুড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।

    পুলিশ সুপার আরও জানান, এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।

    বিস্তারিত আসছে..