ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান সরোয়ার আবারো কারাগারে

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপি চেয়ারম্যান এ.কে এম.সরোয়ার হোসেন স্বপন মারামারির ঘটনার মামলায় আবারো কারাগারে। ২৮ আগষ্ট বুধবার চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্যাট মো. ওসমান গনীর আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    বাদীর আইনজীবি এডভোকেট সমীর চৌধুরী জানান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (এসিস্ট্যান্ট) প্রফেসর আবু সোহেল মাহমুদের দায়ের করা আকবর শাহ থানার মামলা নং-১১(৭)২০১৯ ইংরেজীর মারামারির মামলাটিতে ফটিকছড়ি পাইন্দং ইউপি চেয়ারম্যান এ.কে.এম সরোয়ার হোসেন স্বপন হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন।

    জামিনের সময়কাল শেষে ২৮ শে আগস্ট বিজ্ঞ সি.এম.এম আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাকেসহ আরো ২ আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

    এছাড়াও চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন চেক জালিয়াতির মামলাসহ পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক দন্ড প্রাপ্ত বলে সুত্র জানিয়েছে।

    বিএম/এম জুনায়েদ/আরএস..