মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-ভূমিমন্ত্রী

    চট্টগ্রাম মেইল : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সকল অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব।

    তিনি বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিটি সামাজিক দপ্তরে খেলাধুলা আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।

    শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ শামসুল তাবরীজ।

    এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহামেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বানােজা বেগম।

    উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহামদ আলি, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, আবদুল করিম ফোরকান, আবদুল মান্নান খান, নুর আহম্মদ, মোমেনা আকতার নয়ন, আবিদ হোসেন, সোলায়মান তালুকদার, শাহেদুর রহমান শাহেদ, আমজাদ হোসাইন, মাহবুবুল আলম তারা, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুরাদ, আনোয়ার সাদাত মোবারক, মোহাম্মদ শহিদ, সাইফুদ্দিন মানিক, এম.এ রহিম, শেখ আহমদ,ফরিদ, হাজী তালেব আলী।

    ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বড় উঠান ইউনিয়ন ফুটবল একাদশ।

    এতে ৩-১ গোলে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বড় উঠান ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করে।

    বিএম/আরএসপি