পেঁয়াজের ঝাঁজ কমেনি খাতুনগঞ্জে

    পেঁয়াজের ঝাঁজ কমেনি খাতুনগঞ্জে

    স্টাফ রিপোর্টার :বানিজ্য মন্ত্রণালয়ের মূল্য নির্ধারণ ও জেলা প্রশাসকের মনিটরিং এর পরও লাগামহীন খাতুনগঞ্জে পাইকারি বাজারে পেঁয়াজের দাম।

    বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার খ্যাত খাতুনগঞ্জের পাইকারি বাজারে মিয়ানমারের পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা এবং চায়না থেকে আমদানিকৃত পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা বিক্রির কথা থাকলেও অধিকাংশ দোকানে বিক্রি করা হচ্ছে ৯৫ টাকা থেকে ১০০টাকায়।  তাছাড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে নষ্ট পেঁয়াজ।

    জেলা প্রশাসকের নিয়মিত মনিটরিং থাকলেও সুযোগ বুঝে চড়া দাম নিচ্ছে ব্যবসায়ীরা।

    এছাড়া, খুচরা বাজারে এখনও ১০০ থেকে ১২০ টাকা
    কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
    বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যন্ত পরিমাণ থাকলেও ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকরা দাম বাড়িয়ে দেওয়ায় কমছেনা পেঁয়াজের ঝাঁজ।

    তবে দু’একদিনের মধ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে ৮০ থেকে ৮৫ টাকায় আসবে বলে জানান ব্যবসায়ীরা যা ভোক্তা পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

    প্রশাসনের নিয়মিত মনিটরিং আর সিণ্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে মনে করছেন সংশ্লিষ্টরা।

    আরো: কৃষক লীগের নতুন কমিটিতে সভাপতি পদে সমির, সেক্রেটারি উম্মে কুলসুম নির্বাচিত