শ্রমিকদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার,কাজে ফিরতে নির্দেশ দিলেন শাজাহান খান

    বাংলাদেশ মেইল: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা কাজে ফিরে যাওয়ার জন্য ইতোমধ্যে তারা নির্দেশনা দিয়েছেন এবং সারা দেশে তাদের প্রত্যাকটি শাখা সহযোগী সংগঠনকে বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের বৈঠক শেষে শাজাহান খান একথা বলেন। এসময় তিনি বলেন, শ্রমিক নেতারা নতুন আইন নিয়ে সরকারের সাথে শিগগিরই আলোচনায় বসবে। এর আগে শ্রমিকদের দাবিগুলা লিখিত আকারে সরকারের কাছে উত্থাপন করা হবে। সরকার তাদের দাবিগুলো মেনে নিবে বলে প্রত্যাশা করেন শাজাহান খান।

    এরআগে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৈঠকে যুক্ত ছিলেন সারা দেশে ৩৩৩ টি শাখা সহযোগী সংগঠনের প্রতিনিধি। বৈঠকে সংগঠনটির সভাপতিসম্পাদকরা তাদের দাবি দাওয়া গুলো উপস্থাপন করেন। সভা শেষে তারা বলেছেন শুক্রবার সকাল ১০ টা আবারো সভা চলবে।

    নতুন আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তাদের কোনো মন্তব্য আছেন কিনা এমন প্রশ্নের জবাবে নেতারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি নতুন সড়ক আইনের প্রতিও তারা শ্রদ্ধাশীল।