সবাই মিলে সবার ঢাকা,নির্বাচনী ইশতেহারে মেয়র প্রার্থী আতিক

    বিএম ডেস্ক: সুস্থ-সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। সকালে রাজধানীর হোটেল লেকশোরে সিটি করপোরেশনে নির্বাচনি ইশতেহারে এমনটাই উল্লেখ করেন তিনি।

    সবাই মিলে সবার ঢাকা’-শ্লোগানকে সামনে রেখে নাগরিক ও প্রশাসন একতাবদ্ধ হয়ে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার আহ্বান জানান মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

    আতিকুল ইসলাম বলেন, নির্বাচনে জয়ী হলে সাধ্যের সবটুকু ঢেলে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মেয়র হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে আমি এবং সেই সাথে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও বাধ্য থাকবে।

    ইশতেহারে ডিজিটাল উদ্যোগগুলোর কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা সরাসরি প্রেরণ ও সমাধান, সব নগরপরিবহণ ব্যবস্থার জন্য একটি ডিজিটাল-সমন্বিত ই-টিকিটিং সেবা চালু করা হবে।

    মেয়র পদে নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটির জনগণের জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।

    বিএম/রনী/রাজীব