ঈদের দিনেও সীতাকুণ্ডে পিকআপ-কার সংঘর্ষ – নারী শিশুসহ আহত ১১

    বাংলাদেশ মেইল ::

    ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। আজ  (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকজনক বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

    খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, উল্টো পথে আসা একটি পিকআপভ্যানের সাথে কারের সংঘর্ষের ঘটনা ঘটে, গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। এব্যাপারে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।