আর্জেন্টিনাকে ৮৬’র ‍বিশ্বকাপ জেতানো কোচ করোনায় আক্রান্ত

    বাংলাদেশ মেইল:: আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছে ১৯৮৬ সালে। ডিয়েগো ম্যারাডোনা ও কার্লোস ‍বিলার্দোর যুগলবন্দিতে এসেছিল সেই বিশ্বকাপ শিরোপা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৮২ বছর বয়সী বিলার্দো কোভিড-১৯ রোগে আক্রান্ত। তবে তিনি ভালো আছেন।

    ১৯৯০ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ ছিলেন বিলার্দো। ম্যারাডোনা-বিলার্দো জুটি সেবারও আর্জেন্টিনাকে নিয়ে ‍যান ফাইনালে। তবে পশ্চিম জার্মানির কাছে হেরে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। সেই বিশ্বকাপের পরই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়েন বিলার্দো।