বান্দরবানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি

    বাংলাদেশ মেইল ::  

    বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবনে নিরাপত্তা বৃদ্ধির জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দেয়া হয়েছে। রবিবার (১৯ জুলাই) জাজ ইনচার্জ মুজাহিদুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।

    চিঠিতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা সংলগ্ন এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা থাকায় প্রয়োজনীয় ও আইনসংগত নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ জানানো হয়। চিঠিতে আরো বলা হয়, বান্দরবানে সম্প্রতি সিক্স মার্ডারের মত ভয়াবহ ঘটনা সংগঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা ঝুঁকি চরমভাবে বিদ্যমান।

    উল্লেখ্য, বান্দরবান জেলা পরিষদ অফিসার্স কোর্য়াটারের ৪র্থ তলায় চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ৪টি শিশু সন্তান সহ সপরিবারে বসবাস করেন।

    এ ব্যপারে জানতে চাইলে, বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম বলেন, বিচারকের বাস ভবন এলাকায় পুলিশের টহল টীম থাকে। তারপরেও এবিষয় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    চিঠির অনুলিপি দেয়া হয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্টার জেরনারেল এবং বান্দবানের জেলা ও দায়রা জজ বরাবর।