সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ: ওবায়দুল কাদের

    বাংলাদেশ মেইল ::

    পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাকে ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে গুজব রটনা এবং অপপ্রচারে লিপ্ত।

    নানা ঘটনাকে ইস্যু করে এই চক্র সরকার উৎখাতের দিবাস্বপ্ন দেখছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে কোনও লাভ হবে না।

    আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি অধিদপ্তরের বিভিন্ন জোনের সঙ্গে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে খুলনার সঙ্গে যুক্ত হন।

    কক্সবাজারে অবসরপপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ সব বিষয়ে সচেতন রয়েছে।