স্কাই নিউজের খবর
    করোনা মোকাবেলায় নর্থ-ইস্ট ইংল্যান্ডে লকডাউন

    বাংলাদেশ মেইল ::

    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডের নর্থ-ইস্ট অঞ্চলে পুনরায় বাধানিষেধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে রাত ১০টা থেকে বার ও পাবগুলোর জন্য কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিধিনিষেধ আরোপের বিষয়টি নিশ্চিত করে হাউজ অব কমন্সে একটি বিবৃতি দিয়েছেন। এর আগে নর্থ-ইস্ট কাউন্সিল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বৃটিশ সরকার।
    স্কাই নিউজ জানিয়েছে, শুক্রবার থেকেই এই বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। যেসব এলাকায় বিধিনিষেধ চালু থাকবে তারমধ্যে রয়েছে, নর্থ আম্বারল্যান্ড, নর্থ টাইনসাইড, সাউথ টাইনসাইড, নিউক্যাসল আপন টাইন, সান্ডারল্যান্ড ও কাউন্টি ডুরহাম। বিধিনিষেধের ফলে, ওই অঞ্চলের কোনো বাসিন্দা নিজ বাড়ির বাইরে অন্য কারো সঙ্গে সাক্ষাত করতে পারবেন না। বার, পাব, ক্যাফে, বিনোদনকেন্দ্র ও রেস্তোরাগুলো খোলা থাকবে। তবে এগুলোও রাত ১০ টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।