টিকিটের জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইনস

    বাংলাদেশ মেইল :: 

    কয়েকদিন বিরতির পর আবারো বিমানের টিকিটের জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। আজ রোববার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। এর আগে টোকেন দেয়ার খবর শুনে গতরাত থেকেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সাউদিয়ার সামনে ভিড় করেন প্রবাসীরা।

    সাউদিয়া কর্তৃপক্ষ জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

    এর আগে সর্বশেষ ১লা অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২রা ও ৩রা তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

    এদিকে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের সৌদি ফেরাতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।।