মোহাম্মদ রফিকুল আজম চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন

    বাংলাদেশ মেইলঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২৩ তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ রফিকুল আজম চৌধুরী কে “Ecological studies on the dynamics of Allicin in medicinal Alliums of Bangladesh” শিরোনামে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা। তিনি ইতোপূর্বে একই বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল মালেক চৌধুরীর তত্ত্বাবধানে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অর্ন্তগত শোলকাটা গ্রামের মোজাফ্ফর আহমদ চৌধুরী ও হোছনে আরা বেগমের ৪র্থ সন্তান। তিনি বর্তমানে আমানত ছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ, চন্দনাইশ এ জীববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন। তার সহধর্মিনী ফারহানা ইয়াসমিন একজন শিক্ষক। তিনি পূর্ব বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন পার্লস হাই স্কুল এন্ড কলেজে জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁরা সকলের দোয়া প্রার্থী।