মিথ্যে ঘোষণায় আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম বন্দরে মিথ্যে ঘোষণায় আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দারা।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) চালানটি আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।

    তিনি জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হোপউইক লিমিটেড চীন থেকে পোষাক শিল্পের উপকরণ ঘোষণায় সাড়ে আঠার মেট্রিক টন পণ্য আমদানি করেন। পণ্য খালাসের জন্য চট্টগ্রামের চান্দু করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কনটেইনার গুলোর কায়িক পরিক্ষায় শিল্প উপকরণের বদলে বিপুল পরিমান বিদেশি সিগারেট পাওয়া যায়।

    তিনি জানান, মূলত তৈরি পোষাক শিল্পের জন্য দেয়া শুল্কমুক্ত সুবিধায় পোষাক শিল্পের কাঁচামাল আমদানির কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট। দেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত হিসেবে তৈরি পোষাক শিল্পের কাঁচামালসমূহ শুল্কমুক্তভাবে দ্রুত খালাস দেয়া হয়। এই সুযোগের অপব্যবহার করতেই পোষাক শিল্পের কাঁচামাল ঘোষণায় সিগারেট আমদানি করা হয়েছিলো।