বেনাপোল কাস্টম হাউসে ৩য় দিনেও কলম বিরতি পালন

    বাংলাদেশ মেইলঃঃ  

    বেনাপোল কাস্টমস হাউজে তৃতীয় দিনের মতো আজ বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করছেন কাস্টমস রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।

    ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার থেকে বেনাপোল কাস্টমস হাউজের খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।

    কর্মকর্তারা কলম বিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সহ বন্দর থেকে মালামাল ডেলিভারি ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে। রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে।
    খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত রোববার পানগাও কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির কতর্ৃক রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে লাঞ্চিত করার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজেও কলম বিরতি পালন করা হচ্ছে। এই কলম বিরতি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।