স্থগিত হচ্ছে আলকরন ওয়ার্ডের নির্বাচন

    বাংলাদেশ মেইলঃঃ

    প্রায় আট মাস বোন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মেনেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিম।

    তারেক সোলায়মান সেলিম এর আগে চারবার আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পঞ্চমবারের মতো সোলায়মান আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন।

    তার মৃত্যুতে ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত হচ্ছে।

    সোমবার দুপুর ২টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    তারেক সোলায়মানের ছেলে মোহাইমিন তারেক রাতুল বলেন, ‘গত বছরের জুনে আব্বার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই ভারত ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল। তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    তার মৃত্যুতে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

    তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী মারা গেলে তখন সেই প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অবহিত করলে কমিশন নির্বাচন স্থগিত করে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র তারেক সোলায়মান সেলিম।

    তারেক সোলায়মানের বাবা মোহাম্মদ ছালেহ আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

    ১৯৭৮ সালে তারেক সোলায়মান আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হন।

    পরে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক নেমেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অনেকেই।

    মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে তারেক সোলায়মান সেলিমের জানাজা হবে।