রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

    ১৭ জনের মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
    এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড ১৮ জন মারা যান।

    হাসপাতালে এখন মোট শয্যাসংখ্যা ৩৫৭। এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে। এই ওয়ার্ডে ৩২ শয্যার বিপরীতে রোগী ভর্তি ৫১ জন।

    রাজশাহী বিভাগে এক দিনে এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২০ জুন সর্বোচ্চ ১ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।