ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ মেইল ::

    পঞ্চম দিনের সকালের সেশনে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন মিরাজ ও তাসকিন। দুইজন দুটি করে উইকেট পেয়েছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট। জিম্বাবুয়েতে কখনো টেস্ট সিরিজ জেতেনি বাংলাদেশ।

    এবার জিতলে মুমিনুল হকের দল ইতিহাস গড়বে। সেই সেই ইতিহাসের দ্বাপ্রান্তে টিম-টাইগাররা। পঞ্চম দিনের শুরুতেই তিন ক্যাচ মিস করলো বাংলাদেশ। টাইরাদেরেফিল্ডিং দেখে মনে হচ্ছিল টেস্ট ম্যাচটা জিততেই চায় না! তবে তখনি বল হাতে এগিয়ে এলেন মেহিদী হাসান মিরাজ।

    এক ওভারেই নিলেন জোড়া উইকেট। তাতে স্বস্তি ফেরে দলে। পরের দুই ওভারে তাসকিনের জোড়া ধাক্কা। ১৯ বলের ব্যবধানে ৪ উইকেট তুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে ১৯৪/৭

    টার্গেট: ৪৭৭ রান।

    বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

    জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।