দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল ও শামীম

    জিম্বাবুয়ে যাচ্ছেন

    বাংলাদেশ মেইল::

    ভিসা জটিলতা কেটে যাওয়ায় বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল ও শামীম পাটোয়ারি।

    একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। এবার সে ধারাবাহিকতা ওয়ানডেতে ধরে রাখার লক্ষ্য। ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন। এরপর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।

    ওয়ানডের আগে জিম্বাবুয়ের কন্ডিশনে প্রস্তুতির জন্য আগেই দেশ ছেড়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মোস্তাফিজ, শেখ মেহেদি হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
    কিন্তু যেতে পারেননি জিম্বাবুয়ে সফরের একমাত্র নতুন মুখ শামীম পাটোয়ারি। ভাগ্য ফেরেনি ওয়ানডে দলের পেসার রুবেল হোসেনেরও। ওয়ানডে ও টি টোয়েন্টি দলে দেশ থেকে যুক্ত দশ জনের মধ্যে কপাল পুড়েছিল এ দুজনেরই। অবশেষে কেটেছে অনিশ্চয়তা। ভিসা পেয়েছেন রুবেল ও নতুন মুখ শামীম। জিম্বাবুয়ে যাচ্ছেন দুজনই । মুখিয়ে আছেন জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরার আশায়।