লকডাউন অমান্য করায় ১১ মামলা হাটহাজারিতে

    লকডাউন

    বাংলাদেশ মেইল::

    সরকার ঘোষিত   লকডাউন  অমান্য করায় হাটহাজারির বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি মামলা ও ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন।

    তিনি গণমাধ্যমকে জানান, করোনা মহামারী থেকে রক্ষার জন্য সরকার গত শুক্রবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ ঘোষণা করা হলেও লোকজন সচেতন হচ্ছে না। মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে রাস্তায় অযথা ঘোরাঘুরি করছে এমনকি অনেকে মাস্ক পরার প্রয়োজনীয়তাও মনে করছে না।

    সড়কে অযথা ঘোরাঘুরি করা, মুখে মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন স্থানে ১১টি মামলা ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা কার্যকর করতে অভিযান অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেন তিনি।