জামালখানে ছাত্রলীগ কর্মি ইভান হত্যা :প্রিয়মকে গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড়ে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ইভান হত্যার ঘটনায় জড়িত প্রিয়ম বিশ্বাস (২৫) নামের আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইভানকে হত্যার সময় দেয়ালের সাথে গলাটিপে চেপে ধরেছিলো কিশোর গ্যাংয়ের প্রিয়ম। এরপর প্রিয়মের দুই সহযোগী এসে ইভানের পেটে ও পিঠে ছুরি মেরে মিশন সফল করে।

পুলিশ বলছে আটক প্রিয়ম ইভান হত্যার অন্যতম আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ‘কিশোর ইভান হত্যা মামলায় আসামি প্রিয়মকে আটক করা হয়। এ নিয়ে মোট দুজনকে আটক করা হয়েছে। আসামি প্রিয়মকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।

ওসি আরও জানান, ‘ প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালে করা দ্রুত বিচার আইনের আরো একটি মামলা চলমান রয়েছে। ইভান হত্যা মামলায় আটক দুজন কোন গ্রুপের সদস্য তা না বললেও ওসি জানান অপরাধি যেই হোক না কেন, প্রমাণ পেলে গ্রুপ লিডারদেরও আটক করা হবে।

এর আগে, ইভান হত্যা মামলায় শোভন দেব (১৭) নামে এক যুবককে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।