শেষ দুই ম্যাচে নতুন মুখ শান্ত, নাঈম ও বিপ্লব;সৌম্য বাদ

    চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ৩য় ও ৪র্থ ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘোষিত এই স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন।

    আগের দুটি ম্যাচের জন্য প্রথমে ১৩ সদস্যের স্কোয়াড দেওয়া হয় এবং দ্বিতীয় ম্যাচের আগে অন্তর্ভুক্ত করা হয় আবু হায়দার রনিকে। তবে এবার ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড।

    দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। এদের মধ্যে নতুন মুখ শান্ত, নাঈম ও বিপ্লব।

    তবে কপাল পুড়েছে শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকারের। প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েছেন সৌম্য। প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও একই পরিণতি বরণ করে নিতে হয়েছে শেখ মেহেদীকে। এদিকে দ্বিতীয় ম্যাচের দলে ডাক পেলেও পেসার আবু হায়দার রনিও বাদ পড়েছেন। ইয়াসিন আরাফাত মিশু স্কোয়াড থেকে ছিটকে গেছেন চোটের কারণে।

    ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তিনটি দল পরস্পরের বিরুদ্ধে দুইবার করে লড়াই শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

    নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ফাইনালে যেতে হলে সামনের ম্যাচ দুটিতে তাই ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে হবে স্বাগতিক দলকে।

    একনজরে ৩য় ও ৪র্থ টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড

    সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

    বিএম/এমআর