এবারের বিপিএল আসরে সাতদলের মালিকানা ও কোচ কে? কোন দলে কারা খেলছে?

    স্পোর্টস মেইল : আগামী শনিবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাজতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলের) ঢাক।

    গত অক্টোবরে শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে আসরটি পিছিয়ে দেওয়া হয়। আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। শুরু হয়েছে বিভিন্ন দলের অনুশীলন। ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস এ সাতটি দলের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এরই মধ্যে দলের নীতি নির্ধারক থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত নির্বাচিত করেছে স্ব স্ব দলের স্বত্বাধীকারিরা।

    এবার দেখে নেওয়া যাক এবারের আসরে কোন দলের নীতি নির্ধারক কে, কে হচ্ছে দলের কোচ এবং কারা কোন দলে খেলছে?

    চিটাগং ভাইকিংস : এ দলটির মালিকানায় থাকছে ডিবিএল স্পোর্টস লিমিটেডের। কোচ হিসেবে রাখা হয়েছে একসময়কার বাংলাদেশ দলের খেলোয়াড় ও বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিনের বড় ভাই নুরুল আমিন নোবেল। দলটির অধিনায়কের নাম ঘোষণা করা হয় মুশফিকুর রহিমকে। তার নের্তৃত্বে এ দলে খেলার কথা রয়েছে লুক রনকি, মোসাদ্দেক, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, আবু জায়েদ, ক্যামেরুন দেলপোর্ত, দাশুন সানাকা, সাদমানের মতো ক্রিকেটার।

    রংপুর রাইডার্স : বাংলাদেশ ওয়ানডে দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নের্তৃত্বেই এবারও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাই গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এ দলে আছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, মেহেদি মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, ওসানে থমাসের মতো নামী-দামী খেলোয়াড়। বসুন্ধরা গ্রুফের মালিকানাধিন দলটিতে কোচ আছেন টম মুডি।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স : দল হিসেবে কুমিল্লা তারকায় ভরপুর। দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে বেশ শক্ত দল তাদের। তবে কে কোথায় খেলবে এটা নিয়ে বেশ মাথা ঘামাতে হবে কুমিল্লার। তাদের দলে আইকন ও অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। দলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তর্কসাপেক্ষে সেরা কোচ মো. সালাউদ্দিন আছেন। এ দলের মালিকানা লিজেন্টস স্পোটিং গ্রুপের। তামিম ছাড়াও এই দলে আছেন ইমরুল কায়েস, সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডাউসন (ইংল্যান্ড), আবু হায়দার, আনামুল হক, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরার মতো তারকা। শেষ বেলায় স্টিভ স্মিথের খেলাও নিশ্চিত হয়েছে এই দলে।

    ঢাকা ডায়নামাইটস : বাংলাদেশের এই টি-২০ লিগে এখন পর্যন্ত সবচেয়ে সফলতম দল ঢাকা। ভালো করার চাপ তাদের সবসময়ই। তাদের খেলোয়াড়ও ভালো। বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ এই দলের কোচ। দলের আইকন এবং অধিনায়ক সাকিব আল হাসান। মালিকানা বেক্সিমকো গ্রুপের। গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তাদের দলে সুনীল নারিন, রোভম্যান পাউয়েল, কাউরান পোলার্ড, আন্দে রাসেল, হজরতউল্লাহ জাজাই আছেন। দেশিদের মধ্যে রুবেল হোসেন, নুরুল হাসান, শুভাগত হোম, কাজী অনিকরা খেলবেন এই দলে।

    সিলটে সিক্সার্স : এবার শিরোপা পাখির চোখ করে আসর শুরু করবে দলটি। দলে দারুণ কিছু তারকা ক্রিকেটার আছে তাদের। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আর দলের কোচ ওয়াকার ইউনুস। এই দলের আইকন ক্রিকেটার লিটন দাস। আবার গেল আসরে তাদের আইকন সাব্বিরও আছেন দলে। দলটির মালিকানা সিলেট স্পোর্টস লিমিটেডের। এছাড়া নাসির হোসাইন, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পরান, এবাদত হোসেনের মতো তারকায় ভরপুর তাদের দলটি।

    খুলনা টাইটান্স : বিপিএলের আগের আসরগুলোতে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে খুলনা। অধিনায়ক হিসেবে দলে মাহমুদুল্লাহ এর আগে ভালো করেছেন। এবারও নেতৃত্বের ভার তার কাঁধে। দলের কোচ হিসেবে আছেন আইপিএল এবং বিপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং উজ্জ্বল ব্যাটিং ক্যারিয়ার সমৃদ্ধ মাহেলা জয়বর্ধানে। বোলিং কোচ হিসেবে আছেন আলফানসো থমাস। এই দলের মালিক গেমকম গ্রুপ। দলে আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্রাফেট, ডেভিড ম্যালান, আলী খান, জহুরুল ইসলাম, জহির খান, রুদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, সুবাসিস রয়রা আছেন।

    রাজশাহী কিংস : তরুণ এক দল বলাচলে রাজশাহী কিংসকে। দেশি তারকায় ভরসা তাদের। দলটিতে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। তবে আইকন হলেও এই পেসারের অধিনায়ক হওয়ার সম্ভাবনা খুবই কম। তারা এখনও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে ময়দানি লড়াইয়ের যেহেতু বাকি নেই অধিনায়ক ঘোষণা হয়ে যাবে অতিসত্তর। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যান্স ক্লুজনার। দলটির মালিকানা ম্যাঙ্গো ইন্টারটেইনমেন্টের। তাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুমিনুল হক, মেহেদি মিরাজ, জাকির হোসাইন, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানিরা। এছাড়া ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকট, সেকুগে প্রসন্ন ও মোহাম্মদ সামিরা আছেন কিংসে।

    বিএম/রাজীব…